কাঁচা আমের ১০ টি আচার রেসিপি | Kacha Aamer 10 Acher Recipe in Bengali

Kacha Aamer 10 Acher Recipe : নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আপনাদের সবাইকে আমারpatukrecipe.com  এ স্বাগত জানাই। আজ আমি নতুন একটা  Recipe নিয়ে এলাম।  খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ঘরে Kacha Aamer 10 Acher Recipe বানানো যায়  সেটা আমি আপনাদেরকে বলবো | Aamer Acher খেতে ভালো বাসে না এমন মানুষ বোধহয় খুজে পাওয়া যাবে না।আজ দেখে নিন , কিভাবে বাড়িতে খুব সহজেই তৈরী করে ফেলবেন  Kacha Aamer Acher Recipe। ফলের রাজা আম আমাদের সবার প্রিয়।

Kacha Aamer 10 Acher Recipe

Table of Contents

কাঁচা আমের ১০ টি আচার রেসিপি একসাথে

১) Tok Jhal Misti Aamer Acher বানাতে কি কি লাগে?

উপকরণঃ

  • কাঁচা আম – ১ কেজি
    সিরকা – আধা কাপ
    সরিষার তেল – এক কাপ
    রসুনবাটা  – দুই চা-চামচ
    আদাবাটা  – দুই চা-চামচ
    হলুদ পাউডার – দুই চা-চামচ
    চিনি তিন – টেবিল-চামচ
    লবণ  – পরিমাণমতো।

মসলার জন্যঃ

  • মেথি গুঁড়া  – এক চা-চামচ
  • জিরা গুঁড়া – দুই চা-চামচ,
  • মৌরি গুঁড়া  – এক চা-চামচ,
  • রাঁধুনি গুঁড়া – দুই চা-চামচ
  • ,সরষেবাটা – তিন টেবিল-চামচ,
  • শুকনা মরিচ –  গুঁড়া দুই টেবিল-চামচ, কালো জিরা – গুঁড়া এক চা-চামচ।

Also Read: টক মিষ্টি আমের আচার রেসিপি

Tok Jhal Misti Aamer Acher বানানোর বিধি কি?

ধাপ -১

খোসাসহ কাঁচা আম টুকরো করে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে।

ধাপ- ২

পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন।

ধাপ- ৩

এরপর সসপ্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন।

ধাপ- ৪

অন্য একটি সসপ্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন। কম আঁচে চিনি গলে গেলে সব মসলা দিয়ে (মৌরি,মেথি গুঁড়া ছাড়া) আম কষিয়ে নিতে হবে।

ধাপ- ৫

আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে।

২) Aam – Rosuner  Acher recipe বানাতে কি কি লাগে?

উপকরণঃ

  • খোসা ছাড়া কাঁচা আমের টুকরা  – দুই কাপ
    সরিষার তেল – এক কাপ
    রসুনছেঁচা  – এক কাপ
    মেথি – এক টেবিল-চামচ
    মৌরি  – এক টেবিল-চামচ
    জিরা – এক টেবিল-চামচ
    কালো জিরা – দুই চা-চামচ
    সিরকা – আধা কাপ
    হলুদগুঁড়া – দুই চা-চামচ
    শুকনা মরিচ  – ১০-১২টি
    চিনি দুই টেবিল-চামচ
    লবণ – পরিমাণমতো।

Also Read: How to Format a Computer- Step by Step Guide

Aam – Rosuner Acher recipe বানানোর বিধি কি?

ধাপ -১

প্রথমে আমের টুকরো গুলোতে লবণ মাখিয়ে একরাত রেখে দিতে হবে।

ধাপ-২

পরের দিন ধুয়ে কয়েক ঘণ্টা রোদে দিতে হবে। রেসিপির সব মসলা মিহি করে বেটে নিতে হবে।

ধাপ – ৩

এরপর চুলায় সসপ্যানে তেল দিয়ে বসাতে হবে। তেল গরম হলে রসুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে, তারপর বাটা মসলা দিয়ে নাড়তে হবে।

ধাপ -৪

তারপর আম দিয়ে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আম নরম হলে, চিনি দিয়ে নাড়িয়ে নামাতে হবে।

ধাপ- ৫

এরপর আচার ঠাণ্ডা হলে বোতলে ভরে, বোতলের মুখ পর্যন্ত তেল দিয়ে ঢাকতে হবে। এরপর কয়েকদিন রোদে দিতে হবে।

৩)আম-পেঁয়াজের ঝুরি আচার

উপকরণঃ

  • কাঁচা আমের ঝুরি – এক কাপ
    পেঁয়াজ কুচি – এক কাপ
    জিরাগুঁড়া – দুই চা-চামচ
    কালো জিরাগুঁড়া – আধা চা-চামচ
    সরষেগুঁড়া – এক টেবিল-চামচ
    মরিচগুঁড়া – দুই চা-চামচ
    সরিষার তেল  – আধা কাপ
    লবণ – পরিমাণ মতো।

Also Read: আমসত্ত্ব রেসিপি, Aamsotto Recipe in Bengali

আম-পেঁয়াজের ঝুরি আচার বানানোর বিধি কি?

ধাপ -১
প্রথমে আমের ঝুরি এবং পেঁয়াজের কুচি আলাদাভাবে একদিন রোদে ভালোভাবে শুঁকিয়ে নিতে হবে।

ধাপ -২

তারপরের দিন বাকি সব উপকরণগুলি দিয়ে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে বোতলে ভরে কয়েক দিন রোদে দিতে হবে।

৪)আমের নোনতা আচার

উপকরণ :

  • আমের  – টুকরো ৪ কাপ,
    লবণ – ২ চামচ,
    কালোজিরার গুঁড়া – ১ চা-চামচ,
    শুকনা মরিচ – ৩টা,
    মৌরি গুঁড়া  – আধা চা-চামচ,
    হলুদ গুঁড়া  – ১ চা-চামচ,
    পাঁচফোড়ন  – ১ চা- চামচ,
    সরষের তেল  -২ কাপ।

আমের নোনতা আচার বানানোর বিধি কি?

ধাপ- ১

আমের খোসা ফেলে লম্বা টুকরো করে লবণ পানিতে ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

ধাপ -২

এরপর পানি ঝরিয়ে এতে হলুদ ও প্রয়োজনমতো লবণ দিয়ে কড়া রোদে কয়েক ঘণ্টা রেখে মৌরি গুঁড়া ও কালোজিরার গুঁড়া দিয়ে আবার রোদে দিন।

ধাপ -৩

শুকনা নরম আম বোতলে ঢুকিয়ে নিন। গরম তেলে পাঁচফোড়ন ভেজে তেল ও পাঁচফোড়ন আমের বোতলে ঢেলে দিয়ে কয়েক দিন বোতলের মুখে পাতলা কাপড়ে বেঁধে রোদে দিন।

৫ )খোসাসহ আমের আচার

উপকরণ

  • আম  – ১০টা,
    সরষে বাটা  – ২ চামচ,
    পাঁচফোড়ন বাটা  – ১ চামচ,
    সিরকা – আধা কাপ,
    হলুদ গুঁড়া – ১ চা-চামচ,
    মরিচ গুঁড়া  – ১ চা-চামচ,
    লবণ – স্বাদমতো,
    চিনি  – ১ কাপ,
    তেজপাতা  – ২টা,
    শুকনা মরিচ  – ৩টা,
    সরষের তেল – ১ কাপ।

খোসাসহ আমের আচার বানানোর বিধি কি?

ধাপ- ১

আম খোসাসহ টুকরো করে হলুদ ও লবণ মাখিয়ে ৮-১০ ঘণ্টা রোদে দিন। এবার হলুদ, মরিচ, সরষে, পাঁচফোড়ন ও অর্ধেক সিরকা আমের সঙ্গে মিশিয়ে আবার রোদে দিন।

ধাপ- ২

শুকিয়ে এলে বাকি সিরকা, চিনি, তেজপাতা ও শুকনা মরিচ দিয়ে বোতলে ঢুকিয়ে রোদে দিন। তেল ভালোভাবে গরম করে ঠান্ডা হলে আচারের বোতলে ঢেলে কয়েক সপ্তাহ রোদে দিন।

৬)আমের মোরব্বা

উপকরণ :

  • আম  – ১০টা,
    চিনি  -২ কাপ,
    পানি  -১ কাপ,
    লবণ – আধা চা-চামচ,
    এলাচ – ৩টা,
    দারচিনি  – ২ টুকরো,
    তেজপাতা – ২টা,
    চুন  – ১ চা-চামচ।

আমের মোরব্বা বানানোর বিধি কি?

ধাপ- ১

প্রথমে   আমের খোসা ফেলে দুই টুকরো করে নিন। এবার টুথপিক দিয়ে আমের টুকরো ভালোভাবে ছিদ্র করে নিন। চুনের পানিতে আম ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। আম তুলে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিন।

ধাপ -২

এবার চিনির সিরায় সব উপকরণ দিয়ে ফুটে উঠলে আম ছেড়ে দিন। অল্প আঁচে রাখুন। আম নরম হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বোতলে ঢুকিয়ে রাখুন।

৭)আমের ঝাল আঁচার

উপকরণঃ

আম – ১ কেজি

সিরকা -১ কাপ

সরিষার তেল – দেড় কাপ

সরিষা বাটা – ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো  -১ চা চামচ

মরিচ বাটা -১ টেবিল চামচ

আদা কুচি – ১ টেবিল চামচ

পাঁচফোড়ন গুঁড়ো – ১ টেবিল চামচ

আস্ত পাঁচফোড়ন – আধা চা চামচ

লবণ – ১ টেবিল চামচ

চিনি – ১ টে চামচ

রসুন কোয়া – ১৬টি

কাঁচামরিচ  – ১০টি

রসুন বাটা – ১ টেবিল চামচ।

আমের ঝাল আঁচার বানানোর বিধি কি?

ধাপ- ১

আম খোসাসহ ছোট ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিতে হবে।অল্প হলুদ, লবণ মাখিয়ে এক দিন রোদে দিতে হবে।

ধাপ- ২ 

কড়াইতে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন ছাড়তে হবে। পাঁচফোড়ন ভাজা সুগন্ধ বের হলে রসুন বাটা, আদা কুচি দিয়ে ১ মিনিট নাড়তে হবে। মরিচ, হলুদ, লবণ ও সামান্য সিরকা দিয়ে ভালো করে কষিয়ে আম দিয়ে নাড়তে হবে।

ধাপ -৩

আম আধা সেদ্ধ হলে বাকি সিরকা, চিনি, সরিষা বাটা, কাঁচা মরিচ, রসুন কোয়া দিয়ে আরও ১৫ মিনিট অল্প আঁচে নাড়তে হবে।ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে ২ মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে। আচার ঠান্ডা হলে কাচের বয়ামে রেখে দিন।

৮) কাশ্মিরি আচার রেসিপি

উপকরণ:

  • আম – ৫ কেজি
  • চিনি্ – ৩ কেজি
  • ভিনিগার – ১ বোতল (৬৫০ মি.লি.)
  • শুকনামরিচ – ২৪, ২৫টি
  • আদাকুচি  – ৬ টেবিল-চামচ
  • লবণ – স্বাদ মতো।

কাশ্মিরি আচার রেসিপি  বানানোর বিধি কি?

ধাপ -১

প্রথমে আম ছিলে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। শুকনামরিচ কাঁচি দিয়ে চিকন করে কেটে দানা বাদ দিন। আদা চিকন করে কুচি করুন। তারপর চুলায় হাঁড়িতে চিনি ও ভিনিগার দিয়ে সব বসান।

ধাপ- ২

যদি আচারে লাল লাল ভাব আনতে চান তবে চিনি কিছুটা কমিয়ে খেজুরের গুড় দিতে পারেন। এরপর শুকনা মরিচ, আদা ও লবণ দিতে হবে।

ধাপ -৩

জ্বাল দিয়ে ঘন হয়ে আসলে, তাতে আমের টুকরা দিয়ে দিন। সিরা ঘন হয়ে আসলে চুলার আঁচ কিছুক্ষণ কমিয়ে রাখতে হবে।

ধাপ- ৪

আম সিদ্ধ হয়ে গলে যাওয়ার আগেই নামিয়ে কাচের বোতলে ভরে রাখুন। ঠাণ্ডা হলে বোতলের মুখ বন্ধ করে রেখে দিন।

৯) কাঁচা আমের আচার ও চাটনি

উপকরণ

  • কাঁচাআম – আধা কেজি
  • পেঁয়াজ – কুচি ৪ কেজি
  • কালোজিরা  -১ চা-চামচ
  • শুকনা মরিচ  – ৭-৮ টি
  • তেঁতুল  – ১ টেবিল-চামচ
  • চিনি  – ৪ টেবিল-চামচ
  • রসুনের  – কোয়া ৯-১০টি
  • লবণ  – স্বাদমতো
  • সরিষার তেল – পরিমাণমতো
  • কাঁচের  – বোতল আচার রাখার জন্য।

কাঁচা আমের আচার ও চাটনি বানানোর বিধি কি?

ধাপ -১ 

প্রথমে  পেঁয়াজ ছুলে নিন। আমের খোষা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এরপর পেঁয়াজ এবাং আম মিহিকুচি করে কাটুন। একটা ডালায় আম আর পেঁয়াজের কুচি নিয়ে তাতে কালোজিরা, শুকনা মরিচ, রসুনের কোয়া, তেঁতুল, চিনি, লবণ আর অল্প সরিষার তেল দিয়ে মাখিয়ে তিন থেকে চার দিন রোদে শুকাতে হবে।

ধাপ -২ 

বাদামি রং এবং ঝরঝরে হলে কাঁচের জারে ভরে সরিষার তেল দিয়ে আবার রোদে দিতে হবে।

১০) আমসত্ত্ব

উপকরণ :

  • পাকা আম – এক কেজি
  • চিনি – দুই কাপ।

যেভাবে তৈরি করবেন

আমসত্ত্ব বানানোর বিধি কি?

ধাপ -১

পাকা আম খোসা ছড়িয়ে একটু চটকে নিন।

ধাপ- ২

 হালকা আঁচে একটু সিদ্ধ করে নিন।

ধাপ- ৩

আম মিষ্টি না টক সে অনুযায়ী চিনি মিশিয়ে দিন।

ধাপ -৪

একটি গোল থালায় তেল মাখিয়ে একপ্রস্থ আম লেপে দিয়ে রোদে দিন। শুকিয়ে গেলে আবার একপ্রস্থ দিন। এভাবে যতটুকু মোটা করতে চান সে অনুযায়ী আম দিন।

ধাপ- ৫

ভালোভাবে শুকিয়ে গেলে কৌটায় ভরে রেখে দিন। রোদের ব্যবস্থা না থাকলে গ্যাসের চুলার নিচে রেখেও আমসত্ত্ব করা যাবে।

Share To:

Leave a Comment