Paka Aamer Milk Shake Recipe : নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আপনাদের সবাইকে আমার patukrecipe.com এ স্বাগত জানাই। আজ আমি নতুন একটা Recipe নিয়ে এলাম। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ঘরে Paka Amer Milk Shake Recipe বানানো যায় সেটা আমি আপনাদেরকে বলবো | Milk Shake খেতে ভালো বাসে না এমন মানুষ বোধহয় খুজে পাওয়া যাবে না। বতমানে উন্নত প্রযুক্তির যুগে সারাবছর আমের মিল্ক শেক / আমের জূস / Chutney পাওয়া যায়। কিন্তু গরম কাল পড়লেই বা আমের মরশুম শুরু হলেই বাড়িতে বাড়িতে তৈরি করা হয় আমের মিল্ক শেক / আমের জুস । আজ দেখে নিন , কিভাবে বাড়িতে খুব সহজেই তৈরী করে ফেলবেন পাকা আমের মিল্ক শেক রেসিপি |ফলের রাজা আম আমাদের সবার প্রিয়।
Paka Aamer Milk Shake বানাতে কি কি লাগে?
উপকরণ :
- পাকা আম
- আইসক্রিম
- ঠান্ডা পানি
- মধু
Read Also: Rajasthan PTET 2023 Notification Release: How To Apply Online
Paka Aamer Milk Shake বানানোর বিধি কি?
প্রথমে আম ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করতে হবে। এতে ঠাণ্ডা পানি, মধু ও আইসক্রিম মিশিয়ে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে পাকা আমের মিল্ক শেক।
এবারে এটাকে একটি কাচের গ্লাসে সুন্দর ভাবে পরিবেশন করুন ।
যদি আমার আজকের এই Paka Aamer Milk Shake Recipe আপনাদের ভালো লাগে তাহলে আপনি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবী দের সাথে নিশ্চয় শেয়ার করুন।
আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন একটা রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ধন্যবাদ ।
Read Related Post:
FAQ on Paka Aamer Milk Shake recipe
Q1. Paka aamer milk shake বানাতে কি কি লাগে?
Ans.পাকা আম, আইসক্রিম, ঠান্ডা পানি,মধু |
Q2. আম কত প্রকার ও কি কি?
Ans. আমের প্রায় কয়েকশ প্রকারের রয়েছে। যেমনঃ ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী আম রূপালি ইত্যাদি।
Q3. Kacha Amer acher Recipe বানাতে কি কি লাগে?
Ans.কাচা আম, সরিষার তৈল, হলুদ পাউডার, চনি, লবণ, মেতি গুড়ো, জিরে গুড়ো, মৌরি গুড়ো, সিরকা, সুকনো লঙ্কার গুঁড়ো, কালো জি রে, রাধুনি গুড়ো।
Q4.Aamer Jally acher ecipe বানাতে
Ans.আম, লবণ, শুকনো লঙ্কা, গুড়, কিসমিস, মৌরি,মেথি, গুঁড়, সর্ষের তেলতেল, হলুদ পাউডার।
Q5. Tok Misti Amer acher ecipe বানাতে কি কি লাগে?
Ans.কাঁচা আম, সরষের তেল, আদা বাটা,চিনি ,সরষে বাটা ,রসুন বাটা, নুন , মেথি গুঁড়ো , দুই চা চামচ , মৌরি গুঁড়ো, রাঁধুনি গুড়ো, সরষে বাটা, কালো জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুড়ো।
Q6. Aamsotto recipe বানাতে কি কি লাগে?
Ans.পাকা আম, চিনি , হলুদ , লবণ , সরষের তেল |
Q7. Kacha Aamer Chutney Recipe বানাতে কি কি লাগে?
Ans.মাঝারী সাইজের কাঁচা আম , সরষের তেল, পাঁচ ফোড়ন, তেজপাতা , শুকনো লঙ্কা, হলুদ, চিনি , ভাজা মশলা, নুন ।