প্রথমে ক্যাপ্সিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিন এবারে পানি র কে এক ইঞ্চি সাইজ করে টুকরো করে কাটুন ।

ধাপ ২

এবার একটি পাত্রে ক্যাপ্সিকাম পনির সব নিয়ে ধীরে ধীরে সব মশলা গুলো আর লেবুর রস দিয়ে দিন আর সাথে এক চামচ ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

ধাপ ৩

এবার ম্যারিনেট করা পনির কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন |

ধাপ ৪

এবার একটা কাঠি বা অ্যালুমিনিয়াম স্টিক এ একটা একটা করে ম্যারিনেট করা পানির আর লাল হলুদ সবুজ ক্যাপ্সিকাম পেঁয়াজ সব এক এক করে সুন্দরভাবে গুছিয়ে সাজান, কালারগুলো ম্যাচ করে সাজালে দেখতে সুন্দর হবে

ধাপ ৫

এবার একটা ফ্রাই প্যান এ এক চামচ অলিভ ওয়েল দিয়ে স্টিক গুলো দিয়ে কম আছে এপিট ওপিট করে ভাজুন ঢাকা দিয়ে রাখলে ভালো হয়।

ধাপ ৬

এবার হয়ে গেলে পানির গুলো প্লেটের মধ্যে নামিয়ে রেখে মাঝখানে একটি বাটি রেখে একটা চার্কোল কে জ্বালিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর তার গন্ধ উঠে আসবে এই পদ্ধতিটি অপসোনেল |এবার সুন্দর করে পনির গুলো প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন  ।