তরমুজের শরবত রেসিপি | Watermelon Juice Recipe in Bengali

Watermelon Juice Recipe :নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আপনাদের সবাইকে আমার patukrecipe.com  এ স্বাগত জানাই। আজ আমি নতুন একটা  Recipe নিয়ে এলাম।  খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ঘরে  তরমুজের শরবত রেসিপি বানানো যায়  সেটা আমি আপনাদেরকে বলবো | আজকে আপনাদের জন্য থাকলো সুস্বাদু এই তরমুজের শরবত রেসিপি |

Watermelon Juice Recipe

Watermelon Juice Recipe বানাতে কি কি লাগে?

উপকরণ :

  • তরমুজ – ১ টা
  • চিনি – ২ টেবিল চামচ
  • লেবুর রস – ১ টা
  •  কালো লবণ – ১ চিমটি
  • পুদিনা পাতা – গারনিশ করার জন্য
  •  বরফ  – পরিমাণ মতো

Also Read: টক মিষ্টি আমের আচার রেসিপি

Watermelon Juice Recipe বানানোর বিধি কি?

ধাপ -১

প্রথমে তরমুজটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে উপর থেকে খোসা ছাড়িয়ে নিন।

ধাপ -২

এবারে তরমুজের দানা ফেলে টুকরো করে নিন।

ধাপ -৩

এবারে মিক্সার জারে সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে জুস বার করে করে ছেঁকে নিন।

ধাপ -৪

এবারে বরফ কুচি দিয়ে আর উপর পুদিনা পাতা সাজিয়ে পরিবেশ করুন। 

আমার এই  Watermelon Juice Recipe – তরমুজের শরবত রেসিপি ভালো লাগে তবে আপনার পরিবার এবং আপনার বন্ধু বান্ধবী দের সাথে নিশ্চয় শেয়ার করুন।

আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নতুন একটা recipe নিয়ে আসছি। ধন্যবাদ

Also Read: Jimmy Butler Net Worth 2023: How the NBA Star Built His Fortune

FAQs on Watermelon Juice Recipe

Q1.  Watermelon Juice Recipe বানাতে কি কি লাগে!

Ans. তরমুজ , চিনি , লেবুর রস ,  কালো লবণ , পুদিনা পাতা ,  বরফ  |

Q2.  তরমুজের উপকারিতা কি কি?

Ans. তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা হজম ক্ষমতা বাড়ায়। এছাড়া এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তরমুজে থাকা লাইকোপেন ক্যানসারের প্রবণতা অনেকটা কমিয়ে আনে। এই লাইকোপেনের জন্যই তরমুজের রং গাঢ় লাল হয় এবং এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা ক্যানসার রোধ করে।

Share To:

1 thought on “তরমুজের শরবত রেসিপি | Watermelon Juice Recipe in Bengali”

  1. I was more than happy to find this page. I want to to thank you for your time due to this fantastic read!! I definitely liked every part of it and i also have you saved as a favorite to check out new information on your blog.

    Reply

Leave a Comment